শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

kiss ব্যাপারটা আসলে কি??কত প্রকার ও কি কি??উদাহরণসহ ব্যাখ্যা..(কিছুটা ১৮ পিলাস তো অবশ্যই)


সেমিস্টার ফাইনাল শেষ হইল আর সাথে সাথে সামুতে চলে আসলামএতদিন যে সামুরে কি পরিমান মিস করছি??যাই হোক এখন আসলাম তাতেই শান্তিরবিন্দ্রনাথ আমার জায়গায় হইলে হয়তো আমি পাইলাম,আমি ইহাকে পাইলাম এর বদলে আমি আইলাম, আমি সামুতে আইলাম এইরকম একখান জিনিস লেইখা ফালাইতেনঅবশেষে এই কামব্যাক পোস্টের বিষয় হল কিস বা আদর বা চুমো
ভীষণ রোমান্টিক এবং আদুরে একটা জিনিসবলতে গেলে প্রিয়জনকে ভালোবাসার সবচেয়ে মোক্ষম হাতিয়ারঅথচ জিনিসটাকে আমরা স্রেফ যৌনতার wrapping paper দিয়ে অনেক আগেই মুড়িয়ে ফেলেছিকিন্তু যৌনতার ব্যাপার গুলো বাদ দিয়ে দেখুন- মানুষ কতভাবে তার প্রিয়জনকে ভালবাসতে চায়???-মুলত এই উদ্দেশ্যেই আমার এই পোস্টতবে দেশ কাল আর পাত্র ভেদে কিস বা চুমো খাওয়া হতে পারে অনেক রকমআমার নিজেরও এই ব্যাপারে বেফুক আগ্রহ ছিল জানারনেটে ঘাঁটাঘাঁটি করে যতটুকু পেলাম সবার সাথে তা শেয়ার করলাম
Moving Kiss :
নতুন প্রেমিক প্রেমিকা বা খুব সিরিয়াস টাইপের কোন কাপলের জন্য এই ধরনের কিস নাকি খুব ই ভালপ্রথমেই সঙ্গিকে কিস করুন জাপটে ধরে ,এইবার আসতে আস্তে তাকে পিছনের দিকে ঠেলে দিন(ঠেলতে গিয়া আবার কিস করতে ভুইলা যাইয়েননা,তাইলে কিন্তুক Moving Kiss হইবনা কইয়া দিলাম) যাতে সে প্রায় শোয়া বা আধশোয়া হয়ে যায়কিন্তু স্থিতি কিংবা গতি,যেকোনো অবস্থায় কিস করতে থাকুন আর ভালবাসুন মনভরেতবে কিস করার আগে অবশ্যই সিউর হয়ে নিন আপনার সঙ্গীর পিছনে চেয়ার,বিছানা কিংবা অন্য কিছু আছে


Breath Kiss:
খুব রোমান্টিক এবং কিছুটা উত্তেজক বলা যেতে পারে এই কিসিমের কিসরেপ্রথমে আলতো করে সঙ্গীর ঠোটে ঠোঁট ছোয়ানতারপর নাক দিয়ে সঙ্গীর উত্তপ্ত নিঃশ্বাস টেনে নিন নিজের কাছে, আর দুঠোঁটের ফাঁক দিয়ে তা আবার পৌঁছে দিন সঙ্গীর ঠোঁটের কিনারায়অতপর ভালবাসা কিছুটা এরোটিক হতে বাধ্যতবে এই দোষ নিশ্চয়ই পোস্টদাতার উপর বর্তাবেনা


Trade-Off Kiss:
পৃথিবীতে চকলেট,আঙ্গুর কিংবা চেরি এইরকম জিনিসের শৈল্পিক সবচেয়ে ব্যাবহার হয়েছে বোধহয় এই কিসের কারনেইপ্রথমেই মুখে পুরে নিন এই রকম কিছু তারপর কিছুটা খেয়ে তা চালান করে দিন সঙ্গীর ঠোঁটে,যখন আপনার সঙ্গি এটি মুখে পুরে নিবে আপনার ঠোঁট ছোঁয়ান সঙ্গীর ঠোঁটেঅবশেষে সঙ্গি যখন চকলেট কিংবা চেরি আপনার ঠোঁটে চালান করে দিবে তখন আবার এইটি মুখে পুরে নিন,আবার দিন,আবার নিন...এইভাবে চলতে থাকুক অনেকক্ষণ আঙ্গুর কিংবা চকলেটের শিল্পিত কার্যক্রমভালবাসাবাসি মধুর না হয়ে যাবে কই??


Surprise kiss:
এইধরনের চুমো তখনই খাবেন যখন আপনার সঙ্গি ঘুমিয়ে আছে কিংবা এইমাত্র চোখ বন্ধ করলসঙ্গীর ছুলে হাত বুলিয়ে দিন আলত করে আর চুমো খান ঠোঁটে,চাইলে আলত করে কামড়ও দিতে পারেনচুমো খেতে পারেন সঙ্গীর চোখেও গভীর ভালবাসা কিংবা মমতায়হঠাৎ এইরকম ভালোবাসায় আপনার সঙ্গি কিছুটা surprised তো হবেই সাথে আপনাকেও চুমো খাবে(তবে বেশি surprise কইরেন না,তাইলে আবার কবি ত্রিদিব দস্তিদার যেমন প্রেমিকারে ফতুর করছিলেন তেমন উনিও আপনারে ভালবাসতে ভালবাসতে ফতুর কইরা দিতে পারে)


Spiderman kiss:
ঠিক ধরেছেননাম দেখে আশ্চর্য হওয়ার কিছু নেইউপর থেকে মাথা নিচের দিকে রেখে প্রেমিকাকে কিস করা জুলন্ত স্পাইডির কথা মনে আছে তো??ওইটাই Spiderman kiss আপনি স্পাইডি না বলে মন খারাপ হল??চিন্তা নাই ঝুলাঝুলি ছাড়া আপনিও এই কিস করতে পারবেন সাধের প্রেমিকারেকেমনে??মনে করেন প্রেমিকা বসে আছে চেয়ারেআপনি চেয়ারের পিছন থেকে এসে প্রেমিকাকে স্পর্শ করেলেন আর মুখ ঘুরিয়ে নিয়ে আসেন প্রেমিকার মুখ বরাবর(ছবিতে কিন্তু দেখাইয়া দিছি ক্যামনে??) আর ঠোঁটে ছোঁয়ান ঠোঁটব্যাস হয়ে যাবে স্পাইডি কিস


All over Kiss

প্রথমে সঙ্গীর কপালে চুমো খানতারপর নাক, গাল, ঠোঁট,গলাতে চুমো খেতে থাকেন ধীরে ধীরে(খবরদার!কচ্ছপের গতিতে না কিন্তু!তাইলে কপালের থেইকা নাকে নামতে বছরখানেক লাইগা যাইব) আর সঙ্গিকে কানে কানে বলেন কত ভালবাসেন তাকেদেখুন সঙ্গিও কতটা ভালবেসে জড়িয়ে ধরে আপনাকেতবে একটা কথা চুমো খালি আমার দেখানো সীমানায় খেতে হবে এমন কিন্তু কোন বাধ্যবাধকতা নেইতাহলে কি করবেন??এই কিসটার নাম allover kiss দেখেই আপনার অনুমান করা উচিৎ ছিল মশাই
Ear sealing kiss:
এই কিস টা নেহাত ই স্পেশাল কোন দিনের জন্য জমিয়ে রাখবেনআমার ব্যাক্তিগতভাবে এইটা খুব পছন্দ হইছেবিশেষ দিনে প্রেমিকার কানের পাশে মুখ নিয়ে বলে ফেলুন যে তাকে ভালবাসেন খুব খুব করে আর সারাটা জীবন তার হাতে হাত রেখেই কাটাবেন - অতঃপর কানে একটি চুমো দিয়ে সিলগালা করে দিন আপনার ভালোবাসার এই মেসেজ
Unexpected kiss/butterfly kiss:
এইটি শুধুমাত্র বিবাহিত দম্পতিদের জন্যআপনার সঙ্গি আর আপনি যখন প্রাত্যহিক জীবনের স্বাভাবিক কাজ কর্ম করছেন তখন হঠাৎ সঙ্গিকে জড়িয়ে ধরুনদুহাতে তার মুখ চেপে ধরে তার নাকে নাক ঘষুন আর ঠোঁটে ঠোঁট কিংবা চোখে চোখ।(আহা!!যেন তোর প্রতি অঙ্গের লাগি কাদে প্রতি অঙ্গ মোর)


French kiss::
পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় চুমোএইটা সম্পর্কেও বইলা দিব অত বোকা আমি নইআমি জানি এই অধ্যায় আপনি অনেক আগেই জেনে ফেলেছেন
ভাল থাকবেন সবাই