সূত্রটি অবশ্যই পুরাপুরি পড়ে বুঝার চেষ্টা করবেন। কেমন,
প্রেম সূত্র / Love Equation
তত্ত্ব / Theory:
যখন একটি ছেলে একটি মেয়ের আংশিক বা সর্ম্পূণ রুপে প্রেমে পড়ে,
তখন, মেয়েটির সর্বোচ্চ উছলে পড়া প্রেম ছেলেটির সর্বোচ্চ পকেট মানি (money/টাকা) এর
সমানুপাতিক । পকেট মানি বৃদ্ধি পেলে উছলে পড়া প্রেম বৃদ্ধি পায় । আর, পকেট মানি হ্রাস
পেলে উছলে পড়া প্রেম হ্রাস পায়
অর্থাৎ, মেয়েটির সর্বোচ্চ উছলে পড়া প্রেম ∞ ছেলেটির সর্বোচ্চ পকেট মানি (money/টাকা) ।
ব্যাখ্যা / Explain:
Lu∞Mu
বা, Lu=£Mu ( £=পেজওয়ানা)
বা, £=
Lu/Mu
£ (Pasowana/পেজওয়ানা) =ভন্ডামী প্রেম
।
Lu= Ultimate Love of Girl.
Mu= Ultimate Pocket Money of Boy.
অর্থাৎ, ছেলেদের সর্বোচ্চ পকেট মানি(money/টাকা) ও মেয়েদের সর্বোচ্চ
উছলে পড়া প্রেম এর অনুপাত একটি ধুব্র সংখ্যা, যাকে £ ( পেজওয়ানা ) দ্বারা প্রকাশ করা হয় । একে Pasowana Ratio ঔ বলা হয় ।
সীমাবদ্ধতা / Restriction:
১. এই সূত্রটি সত্যিকার (Real/Pure) প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য
হবে না ।
২. শুধু মাত্র লোভি, কৃপণ ও দুষ্চরিত্রের মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য
। অন্যথায় প্রযোজ্য হবে না ।
উদ্দেশ্য / Object:
আজকালের ছেলে-মেয়েদের ও প্রেমিক-প্রেমিকাদের কে সঠিক ও সত্যিকার
প্রেমে উদ্বুদ্ধ করা এবং ভন্ডামী প্রেমের হাত থেকে রক্ষা করা ।
উদ্ভাবক:
১। ব্যাখ্যা, সীমাবদ্ধতা ও উদ্দেশ্য প্রদানে এবং সামগ্রিক ও তত্ত্ব
সংশোধনে মোঃ আল আমিন হোসেন ।
e-mail: alaminbpi21@gmail.com
২। কল্পনা ও মূল তত্ত্ব প্রদানে মোঃ ইজাজুল ইসলাম (রেজওয়ান) ।
e-mail:mdejajulislamrezwan@gmail.com
৩। বিশেষ ও সার্বিক সহায়তায় এবং তত্ত্ব প্রদানে মোঃ সাদেকুল ইসলাম
(সাদিক)
e-mail: sadikulislambpi@gmail.com
বিঃদ্রাঃ প্রিয় পাঠক, আপনাদের জন্যই আমাদের এই সব আয়োজন, আশাকরি আপনাদের
ভাল লাগা, মন্দ লাগা এবং যেকোন পরামর্শ অবশ্যই আমাদেরকে জানাবেন । ARRI (AR
Research Institute, Bangladesh)
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন