শুক্রবার, ১৫ জুন, ২০১২


ভালবাসার র্পূণ সংজ্ঞা
ভালবাসার সংজ্ঞা জানতে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়েছিলাম ।
চলুন দেখি তারা কে কী বলে………..
ছাত্র: ভালবাসার র্পূণ অর্থ হল রাত জেগে ফোনে কথা বলা আর পার্কে ডেটিং মারা ।
ভা: ভাল-মন্দ চিন্তা না করে
লো: লোক-লজ্জা উপেক্ষা করে
বা: মা-বাবার মূখে চুনকালি দিয়ে
সা: সাগরে ঝাপ দেয়া
গণিত শিক্ষক: যার র্দৈঘ্য, প্রস্থ ও বেধ নেই শুধু গভিরতা আছে তাকেই ভালবাসা বলে ।
ডাক্তার: ভালবাসা এমন এক রোগের নাম- যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়, চিন্তা বৃদ্ধি করে ।
পুলিশ: ভালবাসা এমন এক জেলখানা, যেখানে হৃদয় বন্দীদের খেলা চলে ।
রাজনীতিবিদ: ভালবাসা হলো পার্কে, গাছতলায় ও চাইনিজে সেমিনার আর বক্তৃতা ।
ভিখারী: ভালবাসা হল একজনের মন আর এক জনকে ভিক্ষা দেওয়া বা অন্য জনের মন ভিক্ষা নেওয়া ।
কুলি: ভালবাসা মনে অপরের সুখ-দূঃখ আঁটি বেধে বহন করা ।
মাঝি: ভালবাসা হলো মন-অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা ।
বিক্রেতা: ভালবাসা হচ্ছে হৃদয়ের ক্রয়-বিক্রয় ।
বাড়িওয়ালা: ভালবাসা মানেই দুই বেড, বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা ।
র্ব্যথ-প্রেমিক: ভালবাসা বলে নেই তো কিছু, ভালবাসা মানে ফাঁকি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন